পরকীয়া থেকে খুন: স্বামী-সংসারের পর প্রাণটাও গেল শ্যামলীর
অনলাইন ডেস্ক: প্রেমের ফাঁদে পড়ে স্বামী ও সংসার হারানোর পর শেষ পর্যন্ত প্রাণও হারাতে হলো নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর গ্রামের শ্যামলী খাতুনকে (৩০)। গত ২৫ আগস্ট রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় তার প্রেমিক সুজন (৪০) গলা কেটে হত্যা করেন তাকে। শ্যামলীর একমাত্র ৮ বছরের মেয়ে জুঁই বর্তমানে নানীর কাছে রয়েছে। তিন বছর আগে মায়ের পরকীয়ার কারণে বাবাহীন…
