শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

ছবি: শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সংস্থাটি জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই তারা কোকেন জব্দ করে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়েনার এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। জব্দ করা কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

কীভাবে ধরা পড়লেন তিনি

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন সূত্রে খবর আসে। এতে বলা হয়, দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে মাদক চোরাচালানে জড়িত এক যাত্রী থাকতে পারেন।
উক্ত তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দারা সতর্ক অবস্থান নেন। উড়োজাহাজটি রাত আড়াইটার দিকে অবতরণ করলে সন্দেহভাজন যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। পরবর্তীতে তার ব্যাগেজ স্ক্যানিং করলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন উদ্ধার করা হয়।

পরীক্ষায় কোকেন নিশ্চিত

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটের পরীক্ষাতেও এগুলো কোকেন হিসেবে প্রমাণিত হয়। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কোকেন জব্দ করা হয়।

পরবর্তী পদক্ষেপ

আটককৃত পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও প্রাথমিকভাবে শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *