যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে একটি ক্যাথলিক স্কুলের গির্জায় প্রার্থনারত শিশুদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ আগস্ট) বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বন্দুকধারীর অস্ত্রের গায়ে লেখা ছিল ‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’ এবং ‘ভারতে পরমাণু হামলা চালাও’। এছাড়া হামলাকারীর ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে গোলাবারুদ ভর্তি ম্যাগাজিনেও একই ধরনের বার্তা লেখা দেখা যায়।
২৩ বছর বয়সী রবিন ওয়েস্টম্যান নামে শনাক্ত হওয়া ওই হামলাকারী তিনটি অস্ত্র ব্যবহার করে—একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল। হামলার পর পার্কিং লটে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ওয়েস্টম্যানের ইউটিউব চ্যানেলে অন্তত দুটি ভিডিও প্রকাশিত হয়েছিল। সেখানে অস্ত্র, গোলাবারুদ এবং লোড করা ম্যাগাজিন দেখানো হয়। এর মধ্যে একাধিক ম্যাগাজিনে লেখা ছিল— ‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’, ‘ইসরাইলের পতন ঘটাতে হবে’, ‘ইসরাইলকে পুড়িয়ে দাও’।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে।
