অনলাইন ডেস্ক:
স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বরতার কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে ইসরায়েলকেও নিষিদ্ধ করা উচিত। তিনি অভিযোগ করেন, ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে যেভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া উচিত।
বর্তমানে স্পেনে চলছে সাইক্লিংয়ের আন্তর্জাতিক আসর ভুয়েলতা আ এস্পানিয়া। ২৩ আগস্ট শুরু হওয়া প্রতিযোগিতার ৮০তম আসর শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এতে অংশ নিয়েছে ইসরায়েলি মালিকানাধীন দল ইসরায়েল-প্রিমিয়ার টেক। দলটিকে ঘিরে স্পেনজুড়ে বিক্ষোভ চলছে।
স্পেন সরকার আগেই ইসরায়েলের গাজা অভিযানে কঠোর অবস্থান নিয়েছে এবং সেটিকে “গণহত্যা” হিসেবে উল্লেখ করেছে। তবে প্রিমিয়ার টেক রাষ্ট্রীয় দল নয়, এটি ইসরায়েলি-কানাডিয়ান ব্যবসায়ী সিলভান অ্যাডামসের মালিকানাধীন একটি বেসরকারি দল। তবুও তাদের অংশগ্রহণে ক্ষোভ বাড়ছে।
ক্রীড়ামন্ত্রী আলেগ্রিয়া স্থানীয় রেডিও স্টেশন কাদেনা এসইআর-কে বলেন, “এটি দ্বিচারিতা। প্রতিদিন গণহত্যা ও ভয়াবহ পরিস্থিতি যখন দেখা যাচ্ছে, তখন আন্তর্জাতিক ফেডারেশনের উচিত রাশিয়ার মতো সিদ্ধান্ত নেওয়া।”
তিনি আরও বলেন, “৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, শিশু-নবজাতক না খেয়ে মরছে, হাসপাতাল ধ্বংস হয়েছে। তাই ক্রীড়াঙ্গনেও রাশিয়ার মতো পদক্ষেপ নেওয়া জরুরি।”
তবে আলেগ্রিয়া স্বীকার করেছেন, স্পেন সরকার সরাসরি প্রিমিয়ার টেককে নিষিদ্ধ করতে পারবে না। এ সিদ্ধান্ত সাইক্লিংয়ের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ইউসিআইকেই নিতে হবে।
বিক্ষোভের কারণে প্রতিযোগিতার কয়েকটি ধাপ সংক্ষিপ্ত করা হয়েছে। শেষ ধাপ মাদ্রিদে হওয়ার কথা থাকলেও সেখানেও বিক্ষোভের আশঙ্কা রয়েছে। তবুও মন্ত্রী আশা প্রকাশ করেছেন, প্রতিযোগিতা সফলভাবে শেষ হবে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বে বামপন্থী জোট সরকার ফিলিস্তিনের পক্ষে কড়া অবস্থান নিয়েছে, ফলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়ছে।
