অনলাইন খেলা ডেস্ক:
সুপার ফোরের সমীকরণ
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সরাসরি খেলায় নামেনি বাংলাদেশ, কিন্তু পুরো ম্যাচটাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। কারণ, বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবিকাঠি লুকিয়ে আছে এই ম্যাচের ফলাফলে।
আফগানিস্তান টসে জিতে ব্যাট করে শ্রীলঙ্কাকে দিয়েছে ১৭০ রানের লক্ষ্য।
- বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে শ্রীলঙ্কাকে এই লক্ষ্য পেরোতে হবে।
- আর যদি শ্রীলঙ্কা হেরে যায়, তাহলেও বাংলাদেশ উঠতে পারে—তবে শর্ত হলো, লঙ্কানদের হারতে হবে কমপক্ষে ৬৯ রানের ব্যবধানে।
অর্থাৎ, শ্রীলঙ্কা যদি ১০০ রানের মধ্যে অলআউট হয়, তবে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরে জায়গা পাবে নেট রান রেটে এগিয়ে থেকে।
আফগানিস্তানের ব্যাটিং নাটকীয়তা
১৫ ওভার শেষে আফগানিস্তানের রান ছিল মাত্র ১০১/৬। মনে হচ্ছিল, ১৫০ রানও পার করা কঠিন হবে। কিন্তু শেষ চার ওভারে তারা তুলে ফেলেছে অবিশ্বাস্য ৬৪ রান।
নবীর ঝড়ো ইনিংস
শেষ ওভারে শ্রীলঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগের বিপক্ষে মোহাম্মদ নবীর ব্যাট থেকে এসেছে ৩১ রান!
- টানা তিন ছক্কার পর এক বল নো বল হয়।
- ফ্রি হিটেও ছক্কা মারেন নবী।
- পঞ্চম বলেও ছক্কা হাঁকান।
- শেষ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে যান।
নবী মাত্র ২২ বলে ৬০ রান করে ফিরেছেন, যা আফগানিস্তানকে এনে দিয়েছে প্রতিযোগিতামূলক সংগ্রহ।
শুরুর ধাক্কা সামলেই আফগানদের উড়ান
শুরুতে আফগান ওপেনাররা ২ ওভারেই তোলে ২৬ রান। কিন্তু তৃতীয় ওভারেই নুয়ান তুষারা ফিরিয়ে দেন রহমানউল্লাহ গুরবাজ ও করিম জানাতকে। একপর্যায়ে থমকে যায় রান তোলার গতি। শেষ দিকে নবীর ঝড়ে পরিস্থিতি পাল্টে যায়।
বাংলাদেশের দিক থেকে হিসাব
- যদি শ্রীলঙ্কা জয় পায়, বাংলাদেশ যাবে সুপার ফোরে।
- যদি শ্রীলঙ্কা হেরে যায় ৬৮ রানের কম ব্যবধানে, তবে আফগানিস্তান সুপার ফোরে যাবে।
- যদি শ্রীলঙ্কা হেরে যায় ৬৯ বা তার বেশি রানে, তবে বাংলাদেশ এবং আফগানিস্তান দু’দলই সুপার ফোরে যাবে, শ্রীলঙ্কা ছিটকে পড়বে।
দর্শকদের উত্তেজনা
বাংলাদেশের সমর্থকরা তাই শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে চোখ রেখেছেন। জয় কিংবা বড় হার—দুটিই বাংলাদেশকে উপকৃত করতে পারে। মাঠে না থেকেও যেন পুরো ম্যাচের প্রতিটি মুহূর্তে বাংলাদেশের ভাগ্য জড়িয়ে আছে।
