৪১৫০ মিটার উঁচুতে ব্রাজিলকে হারিয়ে বলিভিয়ার রোমাঞ্চকর জয়

এল আলতো স্টেডিয়ামে ৪১৫০ মিটার উঁচুতে ব্রাজিলকে হারিয়ে উল্লাস করছে বলিভিয়ার খেলোয়াড়রা উচ্চতার মাঠে দমবন্ধ লড়াই, ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বলিভিয়ার উল্লাস, ছবি রয়টার্স

অনলাইন খেলা ডেস্ক:

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ঘটে গেল চমকপ্রদ এক ফল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৫০ মিটার উঁচুতে অবস্থিত বলিভিয়ার এল আলতো স্টেডিয়ামে রীতিমতো দমবন্ধ পরিবেশে খেলে ব্রাজিল হেরে ফিরল। মিগুয়েল তেরকোরেসের একমাত্র পেনাল্টি গোলে স্বাগতিক বলিভিয়া ১-০ ব্যবধানে হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

উচ্চতার আতঙ্কে ব্রাজিল

বলিভিয়ার মাঠ সবসময়ই আতঙ্কের নাম প্রতিপক্ষের কাছে। অক্সিজেনের স্বল্পতায় শ্বাসকষ্ট হয় খেলোয়াড়দের, যার প্রভাব সরাসরি পড়ে খেলার গতিতে। ব্রাজিলও সেই অস্বস্তি এড়াতে পারেনি। প্রথমার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বলিভিয়া। গোলরক্ষক আলিসনকে একাধিকবার ব্যস্ত সময় কাটাতে হয়েছে।

বিতর্কিত পেনাল্টি ও বলিভিয়ার গোল

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের মোড় ঘুরে যায়। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস বল দখলের লড়াইয়ে বলিভিয়ার আর. ফার্নান্দেজকে ফাউল করলে রেফারি প্রথমে খেলা চালিয়ে দেন। তবে ভিএআর যাচাই শেষে পেনাল্টির সিদ্ধান্ত বদলান। স্পট কিক থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েল তেরকোরেস।

ব্রাজিলের আক্রমণ ব্যর্থ

গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। কিন্তু উচ্চতা, শারীরিক ক্লান্তি আর মাঠের পরিবেশ মিলিয়ে তারা নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি। বলিভিয়ার রক্ষণভাগের দৃঢ়তায় বারবার প্রতিহত হয় ব্রাজিলের প্রচেষ্টা। উল্টো বলিভিয়াই ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পায়, তবে সেগুলো কাজে লাগাতে পারেনি।

ফলাফলের প্রভাব

এই জয়ের মধ্য দিয়ে বলিভিয়া বিশ্বকাপের ইন্টার-কনফেডারেশন প্লে-অফের টিকিট ধরে রাখল। ম্যাচ শেষে দলটির খেলোয়াড়দের আবেগঘন উদযাপন ছিল নজরকাড়া। অন্যদিকে, ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থেকে বাছাইপর্ব শেষ করল ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩৮। সাতে থাকা বলিভিয়ার সংগ্রহ ২০।

রণকৌশল ও সমালোচনা

চিলির বিপক্ষে আগের ম্যাচে দারুণ খেললেও এই ম্যাচে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিল কোচ। সেটিই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল। মাঠের নিয়ন্ত্রণ একেবারেই নিজের দখলে আনতে পারেনি তারা। ফলাফলও হলো তিক্ত হারের মধ্য দিয়ে বাছাইপর্ব শেষ।


বলিভিয়ার এই জয় শুধু ব্রাজিলকে হারানোর নয়, বরং প্রমাণ করল—উচ্চতাজনিত দুর্ভোগকে কাজে লাগিয়ে তারাও বড় দলকে নাস্তানাবুদ করতে পারে। এখন দেখার বিষয়, প্লে-অফে লড়াই করে বলিভিয়া বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *