ইকুয়েডরের কাছে হেরে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা, দুই লাল কার্ড ও পেনাল্টির নাটক

ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে লড়ছে আর্জেন্টিনা, দুই লাল কার্ড ও পেনাল্টিতে নাটকীয় পরাজয় ভিএআরের বিতর্কিত পেনাল্টি ও দুই লাল কার্ডে ইকুয়েডরের কাছে হেরে গেল আর্জেন্টিনা, ছবি এএফপি

অনলাইন খেলা ডেস্ক:

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে রীতিমতো নাটকীয় এক ম্যাচে হেরে মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনাকে। গুয়াইয়াকিলে স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে লিওনেল স্কালোনির দল ভরসা রাখতে পারেনি লিওনেল মেসিকে। তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু মেসি-শূন্য আর্জেন্টিনা যে কতটা সমস্যায় পড়তে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইকুয়েডর।

প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন এনের ভ্যালেন্সিয়া। সেই একমাত্র গোলে ১-০ তে জয় পায় ইকুয়েডর। আর্জেন্টিনার হয়ে গোল শোধ করার কোনো প্রচেষ্টা সফল হয়নি। বরং ম্যাচজুড়ে শট ও আক্রমণে আধিপত্য ছিল ইকুয়েডরের দিকেই।

লাল কার্ডের ধাক্কা

ম্যাচের ৩১ মিনিটে আর্জেন্টিনা অধিনায়ক নিকোলাস ওতামেন্দি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর ফলে বাকি সময়টা স্কালোনির দলকে খেলতে হয় দশজন নিয়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরে। ইকুয়েডরের মিডফিল্ডার ময়জেস কাইসেদো দ্বিতীয় হলুদ কার্ড দেখে বিদায় নেন। ৫০ মিনিট থেকে খেলা হয় ১০ বনাম ১০ জনে।

গোলের পর উৎযাপন, ছবি এএফপি

বিতর্কিত পেনাল্টি

প্রথমার্ধের শেষ মুহূর্তে আর্জেন্টিনার জন্য আসে আসল ধাক্কা। নিকোলাস তালিয়াফিকোর কনুই গিয়ে লাগে ইকুয়েডর ডিফেন্ডার অ্যাঞ্জেলো প্রিসিয়াদোর মুখে। প্রথমে রেফারি কিছু বলেননি। তবে ভিএআর হস্তক্ষেপে দেওয়া হয় পেনাল্টি। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন এনের ভ্যালেন্সিয়া। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ দিক বুঝলেও বল ঠেকাতে পারেননি।

আর্জেন্টিনার ব্যর্থতা

পুরো ম্যাচে আর্জেন্টিনা ৮টি শট নিলেও প্রতিপক্ষের পোস্টে ছিল না একটি শটও। অন্যদিকে ইকুয়েডর শট নেয় ১১টি, যার মধ্যে চারটি ছিল টার্গেটে। গোলমুখে সেই অদক্ষতাই হারের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়। লাওতারো মার্তিনেজ, জুলিয়ানো সিমিওনে কিংবা নিকোলাস গঞ্জালেস—কেউই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেননি।

স্কালোনির কৌশল ও সমালোচনা

ম্যাচে পাঁচটি পরিবর্তন এনে শুরু করেছিলেন স্কালোনি। কিন্তু সঠিক সমন্বয় পাননি। দ্বিতীয়ার্ধে তিনি লিয়ান্দ্রো পারেদেস, মার্তিনেজ ও রদ্রিগো দি পলকে তুলে নামান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, হুলিয়ান আলভারেজ ও জিওভান্নি লো সেলসোকে। মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামা মাস্তানতুয়োনো আলো ছড়াতে পারেননি। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি তাকে আরও আগে নামানো হতো, তাহলে হয়তো মাঝমাঠে শক্তি বাড়ানো যেত।

রেকর্ড ও পরিসংখ্যান

২০০৯ সালে বলিভিয়ার কাছে ৬-১ গোলে হারের পর এই প্রথম আর্জেন্টিনা এক ম্যাচে লাল কার্ড ও পেনাল্টি দুটোই হজম করল। ইকুয়েডর ২০১৫ সালের পর আবারও আর্জেন্টিনাকে হারানোর কৃতিত্ব দেখাল। ব্রাজিলের পর দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়ন দল হিসেবে এবার আর্জেন্টিনাকেও হারিয়ে আত্মবিশ্বাসী ইকুয়েডর।

বিশ্বকাপের সমীকরণ

তবে এই হারেও আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা নির্ভার। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা শেষ করেছে দক্ষিণ আমেরিকান বাছাইয়ের শীর্ষে থেকে। সমান ম্যাচে ২৯ পয়েন্ট পাওয়া ইকুয়েডরও আগেই নিশ্চিত করেছিল বিশ্বকাপ।

র‌্যাঙ্কিংয়ের ধাক্কা

এই হারের প্রভাব পড়বে ফিফা র‌্যাঙ্কিংয়ে। শীর্ষস্থান হারাবে আর্জেন্টিনা। স্পেন ও ফ্রান্সকে পিছনে ফেলে শীর্ষে থাকা দলের অবস্থান এবার নামতে চলেছে তিন নম্বরে।


আর্জেন্টিনা মেসিকে বিশ্রাম দিয়ে মাঠে নামলেও, দলের খেলোয়াড়দের পারফরম্যান্স এবং কৌশলগত দুর্বলতা চোখে পড়েছে। দুই লাল কার্ড, বিতর্কিত পেনাল্টি আর গোলমুখে ব্যর্থতা—সব মিলিয়ে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্কালোনির দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *