লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

লালমনিরহাটে ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি ও ক্ষতিগ্রস্ত পরিবারের দৃশ্য কালিগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত তিন, ছবি বাসস

অনলাইন ডেস্ক:

লালমনিরহাট, ৫ অক্টোবর, ২০২৫ — হঠাৎ ঘূর্ণিঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার সকালে প্রায় ৮টার দিকে শুরু হওয়া ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন —

  • বাদশা মিয়া (৪০)
  • মামুদ মিয়া (৭০)
  • শহিদুল ইসলাম (৪৬)

তাঁদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়টি খুব অল্প সময় স্থায়ী হলেও প্রবল বেগে বয়ে যায়। এতে টিনশেড ঘর, আধাপাকা বাড়ি ও দোকানঘর বিধ্বস্ত হয়। মাঝারি বৃষ্টির মধ্যেই ঝড় শুরু হওয়ায় অনেক পরিবার ঘর ছাড়তে পারেনি, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, “মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমরা ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আশাকরি দ্রুত সহায়তা দেওয়া হবে।”

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া খাতুন বলেন, “ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। আমি নিজেও সরেজমিনে যাচ্ছি।”






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *