রাতভর বৃষ্টি, রাজধানীতে জলাবদ্ধতা

রাজধানীর সড়কে রাতভর বৃষ্টির পর হাঁটুজল জমে আছে। পানিতে ভিজে খালি পায়ে বা ভ্যানে চলাচল করছেন যাত্রীরা। কিছু যানবাহন রাস্তায় বিকল হয়ে দাঁড়িয়ে আছে, যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি। ছবি সংগ্রহীত

অনলাইন ডেস্ক:

রাজধানীতে মঙ্গলবার রাতভর বজ্রপাতসহ ভারি বৃষ্টিতে বুধবার ভোর থেকেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কের অধিকাংশ স্থানে পানি জমে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। অল্প যানবাহন থাকা সত্ত্বেও দেখা দেয় যানজট, বিকল হয়ে পড়ে অনেক গাড়ি।

যাত্রীদের দুর্ভোগ

  • রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ, বাস ও সিএনজি অটো মেলে না সহজে।
  • যে ক’টি যানবাহন রাস্তায় ছিল, সেগুলোও পানিতে বিকল হয়ে পড়েছে।
  • খালি পায়ে, ভ্যানে বা ভিজে গিয়ে চলাচল করতে দেখা গেছে অনেককে।

পূজার ছুটিতে ভোগান্তি

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে হাঁটুজলে আটকা পড়েন অনেক যাত্রী। পরিবার ও শিশুদের নিয়ে বিশেষ দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

চালক-যাত্রীর অভিজ্ঞতা

  • এক যাত্রী জানালেন: “বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু হাঁটুজলে দাঁড়িয়ে আছি। নারী-শিশু নিয়ে ভয়াবহ বিপাকে পড়েছি।”
  • সিএনজি চালক মনির হোসেন বলেন, “মিরপুর-১০ থেকে পানি ঠেলে আনলাম, কিন্তু রাস্তায় পানি বেশি থাকায় ইঞ্জিন বন্ধ হয়ে গেছে।”

সমাধানের দাবি

প্রতি বছর একই ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের। তাই কার্যকর ও টেকসই পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *