আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও উদ্ধারকাজ। আফগানিস্তানের নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, ছবি প্রতীকি

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নানগারহার ও কুনার প্রদেশে এই ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং ১১৫ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এর পরপরই আরও তিনটি কম্পন রেকর্ড করা হয়, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।

রাজধানী কাবুলে (প্রায় ২০০ কিলোমিটার দূরে) কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে ৬.৩ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *