অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, নারী শিক্ষার্থীদের অনলাইনে হেনস্তা এবং পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) আন্দোলনরত শিক্ষার্থীরা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে অভিযোগ জানান। বৈঠক শেষে শিক্ষার্থীদের পক্ষে আবরার ফায়াজ বলেন, “নারী শিক্ষার্থীদের অনলাইনে হেনস্তার বিষয়টি আমরা উত্থাপন করেছি। কমিশনার সেগুলো নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে আন্দোলনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ হয়েছে এবং এ জন্য দুঃখ প্রকাশ করেছেন।”
তিনি আরও জানান, আন্দোলনের সময় ভাইরাল হওয়া ছবিটি এআই জেনারেটেড নয় বলেও স্বীকার করেছেন কমিশনার।
শিক্ষার্থীদের তিন দফা দাবি
প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রতিনিধিরা জানান, তারা তিন দফা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং জনদুর্ভোগ এড়িয়ে চলার চেষ্টা করবেন।
তাদের দাবিগুলো হলো:
- শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা
- নারী শিক্ষার্থীদের অনলাইনে হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
- শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা
তৃতীয় দিনের মতো শাটডাউন
এদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুয়েটে টানা তৃতীয় দিনের মতো সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বন্ধ ছিল সব ক্লাস ও পরীক্ষা।
আরও পড়ুন: অন্তবর্তী সরকার ব্যর্থ হলে দেশে পরিস্থিতি জটিল হবে: তারেক রহমান
কমিশনারের প্রতিশ্রুতি
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
