অনলাইন ডেস্ক:
ঢাকা | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবির সঙ্গে তারা একমত। নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি এটিকে “পরিকল্পিত” বলে মন্তব্য করেন এবং যথাযথ চিকিৎসা ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ডা. তাহের আরও বলেন, নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় অতীতের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে—এমন মন্তব্য করেন তিনি।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের মারধরে নুরুল হক নুর আহত হন—এমন অভিযোগ উঠে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি উত্তপ্ত না করতে সব পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল।
