অনলাইন ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় ওঠার পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে নিচে নামিয়ে আনেন এবং জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন হোসেন জানান, সকাল ৯টা ৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকদের ধারণা, অজ্ঞান হওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
মৃত জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন এবং প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনা সবার জন্যই ছিল একেবারেই অপ্রত্যাশিত। তারা বলেন, “এমন পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত ছিলেন না। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন।”
