আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না : ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল বরিশালের শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলছেন। বরিশালে শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : বাসস

অনলাইন ডেস্ক:

বরিশাল, ১ অক্টোবর ২০২৫ :
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।

আজ দুপুরে বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন থাকে সেটি স্থায়ী নাকি অস্থায়ী। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে—এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না।”

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া অশান্ত পাহাড় প্রসঙ্গে তিনি বলেন, “পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।”

এর আগে তিনি বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নতুন বাজার সংলগ্ন শংকর মঠে পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন, শংকর মঠ পূজা মণ্ডপ কমিটির সভাপতি কানু লাল সাহা এবং সাবেক সাধারণ সম্পাদক তম্ময় তপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *