এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দেশ ছাড়ল টাইগাররা: জাকের আলী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ ক্রিকেটার জাকের আলী। এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগে আত্মবিশ্বাসী জাকের আলী: “চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। ছবি সংগ্রহীত

অনলাইন খেলা ডেস্ক:

এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে প্রথম ধাপে দেশ ছাড়েন অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান ও শামীম হোসেন। সন্ধ্যায় আরেক ধাপে যাবে দলের বাকি ক্রিকেটাররা।

বিমানবন্দরে জাকেরের আত্মবিশ্বাসী বার্তা

দেশ ছাড়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যাটসম্যান জাকের আলী। আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি জানান, দলের মূল লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।
জাকের বলেন,

“অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটা ম্যাচে ধাপে ধাপে এগোতে চাই। প্রস্তুতি ভালো হয়েছে, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বিশ্বাসটা সবাই নিয়েই যাচ্ছি। ইনশাল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।”

অতীত রেকর্ড ও বর্তমান প্রস্তুতি

বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনালে খেললেও এখনও শিরোপা জিততে পারেনি। এবারের ভেন্যু আবুধাবিতে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড তেমন ভালো নয়। তবে টানা তিন সিরিজ জয়ের পর যে আত্মবিশ্বাস দল অর্জন করেছে, সেটিই এবার তাদের বড় শক্তি হয়ে উঠতে পারে।

জাকের বলেন,

“এভাবেই খেলতে হবে। বড় মঞ্চে, সিরিজে, টুর্নামেন্টে সবখানেই একই মানসিকতা দরকার। আমরা দল হিসেবে সেই মানসিকতা নিয়েই নামব। কাউকে জবাব দেয়ার কিছু নেই, আমরা আমাদের ক্রিকেটটাই খেলব। সেরা ক্রিকেটটাই খেলব।”

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগাররা

সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডস সিরিজসহ টানা জয়ের ধারায় ফুরফুরে মেজাজে আছে দল। ড্রেসিংরুমের পরিবেশও আগের মতোই ইতিবাচক।
জাকের যোগ করেন,

“আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ, সবকিছুই পরিকল্পনামাফিক হয়েছে। ড্রেসিংরুমের পরিবেশও সব সময়ের মতো ভালো।”

সমর্থকদের প্রত্যাশা

এশিয়া কাপে এবার ভিন্ন রকম কিছু করার প্রত্যাশায় আছে ক্রিকেটপ্রেমী দেশ। সমর্থকরা আশা করছেন, এবার আর ফাইনালে থেমে থাকবে না বাংলাদেশ; লাল-সবুজের পতাকা উড়বে শিরোপার মঞ্চেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *