অনলাইন ডেস্ক:
ঢাকা, ৪ সেপ্টেম্বর:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার নাক দিয়ে এখনও রক্ত পড়ছে এবং নাক আরও বাঁকা হয়ে গেছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে রাশেদ খান সাংবাদিকদের বলেন,
“নুর ভাইয়ের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তার নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। নাক আরও বাঁকা হয়ে গেছে। তিনি এখন হাঁটতে পারছেন না, এমনকি মুখও স্বাভাবিকভাবে হা করতে পারছেন না।”
রাশেদ খান জানান, সরকারের পক্ষ থেকে নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা তাদের জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতোমধ্যেই এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তিনি এখনো প্লেনে ওঠার মতো শারীরিক অবস্থায় নেই।
তিনি আরও বলেন,
“আমরা চাই নুর ভাইকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হোক। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে যদি তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়, তবে বিদেশে নেওয়া সম্ভব হবে।”
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আইনশৃঙ্খলা বাহিনীর হামলাকারী সদস্যদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
গণঅধিকার পরিষদের নেতারা মনে করছেন, নুরের অবস্থা এখনও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরি হলেও তার শারীরিক পরিস্থিতির কারণে আপাতত তা সম্ভব নয়। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং দলটির নেতারা সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
