অনলাইন ডেস্ক:
অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক অবসরের ঘোষণা দিলেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে আনুষ্ঠানিকভাবে তিনি জানালেন, আর টি-টোয়েন্টি খেলবেন না।
৩৫ বছর বয়সী এই তারকা পেসার বলেছেন, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। সামনে রয়েছে অ্যাশেজ ও ভারতের মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। এছাড়া ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট-ওয়ানডে সূচি মাথায় রেখেই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন তিনি।
স্টার্কের ভাষায়, “নিজেকে সতেজ ও ফিট রাখতে এই সিদ্ধান্ত দরকার ছিল। বড় ম্যাচগুলোতে সেরাটা দিতে চাই।”
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অন্যতম সফল বোলার স্টার্ক। ৬৫ ম্যাচে ৭৯ উইকেট নিয়ে তিনি আছেন দেশটির দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়। ২০২১ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।
অস্ট্রেলিয়া দলের নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, দলের সবাই স্টার্কের এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার অবদান চিরকাল মনে রাখবে অস্ট্রেলিয়া।
