অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণ এক্সপ্রেস’ ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার পথে কলেজ গেট এলাকায় ইঞ্জিন বিকল হয়। ফলে ডাউন লাইনে ঢাকার দিকে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় আখাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ আটকা পড়ে। পরে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনার ব্যবস্থা করা হলেও, কিছুক্ষণ পরেই সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন সচল হয়ে যায়। বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার অশোক কুমার দাস জানান, ঘটনাটি সাময়িক বিঘ্ন সৃষ্টি করলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে।
