অনলাইন ডেস্ক:
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নেপালে আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিক, বিশেষ করে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা দেশে ফিরতে পারবেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হয়, ততক্ষণ আমরা কিছুই করতে পারব না। ঢাকা-কাঠমান্ডু বিমান চলাচল স্বাভাবিক হলেই তাদের ফেরত আসা সম্ভব।”
ভারত হয়ে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়ে উপদেষ্টা জানান, আটকে পড়াদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই বিকল্প পথে ফেরার সুযোগ নেই।
তৌহিদ বলেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ইতিবাচক দিক হলো—বিক্ষোভকারীরা হোটেল তল্লাশি করতে গিয়ে বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হলেও কোনো ক্ষতি করেনি। “আমাদের প্রতি তাদের কোনো নেতিবাচক মনোভাব নেই এবং আমি কোনো সংকটের আশঙ্কা করছি না,” তিনি যোগ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস আটকে পড়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। “আমরা আশা করি সবাই নিরাপদে দেশে ফিরবেন, তবে এতে কিছুটা সময় লাগবে।”
এছাড়া জাতিসংঘ যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বাফার জোনে শান্তিরক্ষী পাঠানোর উদ্যোগ নেয়, বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে বলেও জানান তৌহিদ। তিনি বলেন, “আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। শান্তিরক্ষায় সুযোগ এলে বাংলাদেশ অংশগ্রহণ করতে প্রস্তুত।”
ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি এখনও কোনো আপডেট পাননি। “তথ্য পেলে আপনাদের জানাবো,” যোগ করেন তিনি।
সূত্র: বাসস
