অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কাঁচপুরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বেসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।
প্রতিবেশী সবিনয় দাস জানান, ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবারটির সবাই গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনকেই জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন আছেন।
