যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া অস্ত্র চাঁদপুরে উদ্ধার

র‍্যাবের অভিযানে চাঁদপুর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার র‍্যাব-১০ এর অভিযানে চাঁদপুরের কচুয়া থেকে উদ্ধার হলো লুট হওয়া পুলিশের পিস্তল ও গুলি, ছবি সময় সংবাদ

অনলাইন ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে গত বছর লুট হওয়া পুলিশের পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের অধিনায়ক এসএম হাসান সিদ্দিকীর নেতৃত্বে বিশেষ অভিযানে চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কচুয়ার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বসতঘরের মেঝের নিচে অস্ত্রগুলো লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশেষ যন্ত্রের মাধ্যমে স্ক্যানিং করে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *