সংবাদ প্রতিবেদন:
২০২৬ সালের জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “নির্বাচনকে বিলম্বিত করার মতো কোনো শক্তি নেই”। শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজ শেষে শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব জানান, নির্বাচন আয়োজনের জন্য পুরো জাতি প্রস্তুত এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যেই কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলে দেশব্যাপী নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংস্কারকাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তা ইতোমধ্যেই দৃশ্যমান। তিনি আশ্বাস দেন, রোজার আগেই একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় মাগুরায় শহীদ হওয়া ১০ জনের মধ্যে দুই শহীদের কবর জিয়ারত করেন শফিকুল আলম। তিনি জানান, মেহেদী হাসান রাব্বি (ছাত্রদল নেতা) ও ছোট ব্যবসায়ী আল আমিনকে গুলি করে হত্যা করা হয়েছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল অর্পণ করেন তিনি এবং বাকি শহীদদের কবরেও যাবেন বলে জানান।
প্রেস সচিব শহীদদের আত্মদানকে নতুন বাংলাদেশের ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাদের আত্মত্যাগের ফলে আজ জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারছে।