অনলাইন ডেস্ক:
বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম আবারও বিশ্ব স্থাপত্য জগতে ইতিহাস গড়লেন। স্থাপত্যের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৫ অর্জনের জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাসসুম এ পর্যন্ত প্রথম বাংলাদেশি স্থপতি যিনি দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন। এ বছর বিশ্বব্যাপী সাতটি প্রকল্পকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিসকেক শহরে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কারজয়ী প্রকল্প ‘খুদি বাড়ি’
মেরিনা তাবাসসুম তাঁর সৃষ্টিশীল প্রকল্প ‘খুদি বাড়ি’ (Little House)-এর জন্য এবারের পুরস্কার অর্জন করেছেন।
- এটি বাংলাদেশের বন্যা ও নদী ভাঙনে বাস্তুচ্যুত চরাঞ্চলের মানুষদের জন্য কম খরচে নির্মিত আবাসন সমাধান।
- প্রকল্পটির মাধ্যমে কমিউনিটি-ভিত্তিক স্ব-নির্মিত ঘরবাড়ি তৈরি করা সম্ভব হয়েছে, যা স্থানীয় মানুষের জীবনযাত্রায় টেকসই সমাধান এনে দিয়েছে।
এর আগে ২০১৬ সালে আবদুর রউফ মসজিদের নকশার জন্য তিনিই প্রথমবারের মতো আগা খান অ্যাওয়ার্ড পান।
স্থাপত্যে বৈচিত্র্য ও পরিবর্তনের প্রতীক
এই পুরস্কৃত প্রকল্পগুলোকে সম্মিলিতভাবে বেছে নেয়া হয়েছে বহুত্ববাদ, সামাজিক রূপান্তর, সাংস্কৃতিক সংলাপ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থাপত্যকে অনুঘটক হিসেবে প্রতিষ্ঠার কারণে। মেরিনা তাবাসসুমের কাজ সেসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সংস্কৃতি উপদেষ্টার শুভেচ্ছা
অভিনন্দন বার্তায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন,
“এমন অর্জন বাংলাদেশের গর্ব। স্থপতি মেরিনা তাবাসসুম কেবল বাংলাদেশকেই নয়, পুরো বিশ্বকে স্থাপত্যের নতুন দিক দেখাচ্ছেন। তাঁর কাজ আমাদের সংস্কৃতি ও সমাজের টেকসই উন্নয়নের প্রতীক।”
