ভারতে আওয়ামী লীগের অফিসে ঢাকার কূটনৈতিক উদ্বেগ

ভারতের রাজধানী নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের কলকাতায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা।
বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রে বসে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে আসছে। এই ধরনের কর্মকাণ্ডের ফলে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অবিলম্বে বন্ধের আহ্বান
বিবৃতিতে ভারত সরকারকে অবিলম্বে এসব কার্যালয় বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। ঢাকা মনে করে, এ ধরনের উদ্যোগ শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি।
দুই দেশের সম্পর্ক অটুট রাখার বার্তা
বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে যে, দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে ভারত সরকার দায়িত্বশীল ভূমিকা নেবে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা।