ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে বুধবার (২০ আগস্ট)। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে জমা পড়েছে মোট ৫০৯টি মনোনয়নপত্র। আর ১৮টি হল সংসদের জন্য জমা পড়েছে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৯ হাজার ৭৭৫ ভোটারের মধ্যে গড়ে প্রতি ২৫ জন শিক্ষার্থীর মধ্যে একজন প্রার্থী হয়েছেন।
মনোনয়ন সংগ্রহের হিসাব
কেন্দ্রীয় সংসদের জন্য বিক্রি হয়েছিল মোট ৬৫৮টি মনোনয়নপত্র, তবে জমা হয়নি ১৪৯টি। অন্যদিকে হল সংসদের জন্য বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র, জমা হয়নি ৩১৮টি।
পূর্বের নির্বাচনের তুলনায় দ্বিগুণ
ডাকসুর গত নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে জমা পড়েছিল মাত্র ২৩৭টি মনোনয়নপত্র এবং হল সংসদের জন্য ছিল মোট ৫৯৪টি মনোনয়নপত্র। অর্থাৎ এবার কেন্দ্রীয় ও হল মিলিয়ে প্রায় দ্বিগুণেরও বেশি মনোনয়ন জমা পড়েছে।
রেকর্ড সংখ্যক মনোনয়ন, চ্যালেঞ্জও বড়
ডাকসু নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানি জানিয়েছেন, এটি ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ মনোনয়নপত্র জমা দেয়ার রেকর্ড। তিনি মনে করেন, এত বিপুল সংখ্যক প্রার্থী নিয়ে নির্বাচন পরিচালনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্যও এক ধরনের চ্যালেঞ্জ হবে।
ভোটগ্রহণের তারিখ
তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।