বাংলাদেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোর উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত মানতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে বাড়তি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নৌযান ও নদীপথের যাত্রীদের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে দুর্ঘটনা এড়ানো যায়।