অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুলিয়ারচর রোডে দ্রুতগামী একটি লড়ি ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জয়নাল (২৫) কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ডিউটির উদ্দেশ্যে কর্মস্থলে যাচ্ছিলেন জয়নাল। এসময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়নালের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নে। জানা গেছে, মাত্র সাত মাস আগে তিনি পরিসংখ্যানবিদ পদে চাকরিতে যোগ দেন। তিন মাস আগে বিয়ে করেছিলেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়, ছোট ভাই প্রবাসে রয়েছেন। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পরপরই লড়ি ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।