সংবাদ প্রতিবেদন:
শনিবার (১৬ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকায় শ্রী শ্রী জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে। এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসীকে উক্ত রুটের সড়কগুলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে, যাতে যানজট এড়ানো যায়।
শোভাযাত্রার রুট:
শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ⇔ পলাশী বাজার ⇔ জগন্নাথ হল ⇔ কেন্দ্রীয় শহীদ মিনার ⇔ দোয়েল চত্বর ⇔ হাইকোর্ট ⇔ বঙ্গবাজার ⇔ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন ⇔ গোলাপশাহ মাজার ⇔ গুলিস্তান মোড় ⇔ নবাবপুর রোড ⇔ রায় সাহেব বাজার মোড় ⇔ বাহাদুর শাহ্ পার্ক।
ডিএমপির নির্দেশনা:
- শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।
- উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো নিষিদ্ধ।
- মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না; শুরু থেকেই অংশ নিতে হবে।
- হ্যান্ডব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি বহন নিষিদ্ধ।
- শোভাযাত্রা চলাকালীন ফলমূল ছোড়া যাবে না।
- রাস্তার ওপর দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
- সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানান।
- স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে।
- ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত পুলিশকে সহযোগিতা করতে হবে।
ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে, যাতে শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।