শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মুরাস ইউনাইটেড। আবাহনীর গুছিয়ে উঠতে অবশ্য সামান্য সময় লেগেছে। এরপর আকাশি-নীলরাও খেলতে থাকে আক্রমণাত্মক। দিয়াবাতে, মোরসালিন, আল আমিনরা একাধিবার ঢুকে পড়েন মুরাসের ডেরায়। তবে চেষ্টা করেও গোলের দেখা পায়নি আবাহনী।
ম্যাচের ২৩তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনিন আল আমিন। দ্রুত আক্রমণে উঠে বল নিয়ে বক্সে ঢুকে যতক্ষণে শট নিয়েছেন, ততক্ষণে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় গোললাইনের বাইরে।
৪২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন শেখ মোরসালিন। ছোট ছোট পাসে সুযোগ বুঝে বক্সের বাইরে থেকে শট নিলেও তা চলে যায় ক্রসবার ষেঁষে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
তবে ৪৮ মিনিটে মুরাস একটা গোল করলে আবাহনী পিছিয়ে পরে। বিস্তারিত পরবতীতে