সংবাদ প্রতিবেদন:
রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে দাঁড়ানো একটি প্রাইভেট কার থেকে নোয়াখালীর দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন চাটখিল উপজেলার বাসিন্দা জাকির (প্রায় ৪০) ও তাঁর আত্মীয় মিজান (প্রায় ৪০)। তাঁরা ঢাকায় এসেছিলেন হাসপাতালের একজন রোগীকে এলাকায় নিয়ে যাওয়ার জন্য।
পুলিশ জানায়, সোমবার দুপুরে পার্কিংয়ের ভূগর্ভস্থ তৃতীয় তলা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। দুজনের শরীরের বিভিন্ন অংশ ফুলে ওঠে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার ভোর ৫টা ৩৫ মিনিটে গাড়িটি হাসপাতালের গ্যারেজে প্রবেশ করে এবং সেখানেই সারাদিন পার্ক করে রাখা ছিল। সোমবার দুপুরে পার্কিং পর্যবেক্ষণ করতে গিয়ে সিকিউরিটি ইনচার্জ মিজানুর রহমান গাড়ির ভেতরে দুজনকে অচেতন অবস্থায় দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা খোলার পর তাঁদের মৃত পাওয়া যায়।
পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম জানান, জাকির গাড়ির চালক ছিলেন এবং মিজান তাঁর আত্মীয়। গাড়ির মালিক নোয়াখালীর চাটখিল এলাকার বাসিন্দা সৌরভ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরেনসিক আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ময়নাতদন্তের ফল ও তদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।